সুবর্ণপুরাণে এখন নিগুঢ় অন্ধকার (হার্ডকভার)
সুবর্ণপুরাণে এখন নিগুঢ় অন্ধকার (হার্ডকভার)
৳ ৩২৫   ৳ ২৭৬
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

বাংলা ছোটোগল্পে কল্লোল (১৯২৩) যুগ আমাদের পাঠাভ্যাসকে বদলে দেয়। নতুন কিছু তো অবশ্যই। যেমন পরিবর্তন হয়েছে গল্পের ন্যারেটিভ তেমনই বিষয়-ভাবনা। পাঠকের রুচির অনুকূল ছিল কি না সেসব গল্প- তা নিয়ে বিস্তর বিতর্ক করার সুযোগ রয়েছে। কিন্তু এ-পর্যায়ে সে গল্পগুলোই এখন আমাদের প্রাণ-সংকেত; ওই গল্পগুলোর দিকে তাকিয়েই আধুনিক বাংলা গল্পের বৈচিত্র্যময় টেক্সট নির্মিত হচ্ছে। কী ছিল ওইসব গল্পে? গল্প তো মানুষেরই। রবীন্দ্রনাথের গল্পও তো মানুষেরই গল্প; তারপরও যখন কল্লোলীয় গল্প পাঠকের কাছে এলো, তখন পাঠক একটি স্বতন্ত্র রুচির চর্চা করতে সক্ষম হয়। এর অনেক পরে হাসান আজিজুল হক লিখলেন ‘আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)’। এখান থেকে বাংলা গল্প আরো সুদৃঢ় হয়ে ওঠে। যাকে বলা যায় সবল অস্তিত্ব নিয়ে বাংলা ছোটোগল্পের পরম্পরা নির্মিত হয়। কে বা কারা ছিলেন এগিয়ে সে প্রশ্নও অবান্তর। কিন্তু গল্পের অগ্রযাত্রায় প্রতিনিয়ত যুক্ত হয়েছে নতুন নতুন ভাবনা; বৈশ্বিকবোধ তাড়িত বিজ্ঞানমনস্ক সামজচিন্তা। সত্তর, আশি, নব্বই অতিক্রম করে যখন শূন্য কিংবা এক, দুই-য়ে বাংলা গল্প দাঁড়ালো, তখন গল্পও উত্তরাধুনিক চেতনায়, অনেক বেশি সাংকেতিক; আবার কখনো অনেক বেশি বিষয়ানুগ। বিষয় হিসেবে সামাজিক কদর্য, রীরংসা, নারীর প্রতি নিগ্রহ গল্পের আধার হয়ে উঠতে থাকে। নাহার আলম শেষোক্ত ধারার একজন। তার গল্পসমূহে সময়ের চিত্রায়ণ করতে গিয়ে বস্তুত সমাজবাস্তবতাকে টাচ করতে চেয়েছেন। সময়ের সঙ্গী হওয়া বস্তুত কঠিন; কিছুটা চ্যালেঞ্জেরও। প্রথমত- সামাজিক সীমাবদ্ধতা। দ্বিতীয়ত হলো- প্রকাশ ক্ষমতার শিল্পিত সংকোচ। সম্ভবত নাহার আলম-এর ক্ষেত্রে এ-দুয়ের কোনোটিই বাধা হয়ে দাঁড়ায়নি। শিরোনামের একটি মার্কেটট্রেন্ড থাকে। এ-ধারণা থেকে নাহার আলম মুক্ত। এর মৌল কারণ হয়তো বাজারাক্রান্ত হওয়ার স্থুল বাসনা তার নেই। শ্বাপদ সুন্দর, ধনদাসের রজনিচর, প্রসথেটিক মাস্ক, প্রত্যাখান বা প্রত্যাবর্তন, যোগচিহ্ন ইত্যাদি শিরোনামের গল্পগুলোতে যাচিত সময়ের লড়াই আছে। বেঁচে থাকার লড়াই, আবার আত্মপ্রতীতির লড়াইও। স্বোপার্জিত অর্জনের খেরোখাতায় বস্তুত কোনো বিলাসের গল্প থাকে না; থাকে টিকে থাকার নন্দিত পরমতা। তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে না। কিন্তু অবশ্যই সমাজবাস্তবতার চলচ্চিত্রায়ণে এর মূল্য অধিক। একজন সিনথিয়ার সফল জননী হয়ে ওঠা, নিবিড়ের বিশ্বাস ও চেতনার সঙ্গে তথাকথিত রাষ্ট্রের দ্বন্দ্ব, শবনমের সমুদ্রসম কষ্ট, অরিণ এবং নীলান্তির জীবনে ঘটে যাওয়া দুঃসহ স্মৃতি সবই তো আমাদের সমাজে বিস্তীর্ণমান দূষিত সম্পর্কায়নের কুফল। এসব কিছুকে যখন লেখক একটি মলাটে অন্তর্ভুক্ত করেন, তখন সেখানে অজস্র পাঠকের অন্তর্জিজ্ঞাসার বাতায়নটা খুলে যায়। পাঠক ওই বিন্দুতে থামতে চান; এবং বলেন এমনই হয়তো চেয়েছি। এ-ধারার গল্পকথায় নাহার আলম পাঠককে মুগ্ধ করার হয়তো প্রত্যয় নেননি- কিন্তু পাঠকের কাছে পৌঁছুতে চেয়েছেন। এখানে তার স্বাতন্ত্র্য অনেকেরই চোখে পড়বে। আবার কিছু গল্পে উপভাষার প্রয়োগেও তার সিদ্ধহস্ততা কোনো কোনো পাঠককে আগ্রহী করে তুলবে। পাঠকমাত্রই নতুনের সন্ধান চান; তবে সে নতুন, পুরোনোর ভেতর থেকে উত্থিত হলে তার প্রতি মানুষের আকর্ষণ থাকে ভিন্নরকম। এবং বলা বাহুল্য ওই পুরোনোর ভেতর থেকে নতুনের উদ্ভাসন মূলত উত্তরাধুনিক চিন্তারই বহিঃপ্রকাশ। পোস্ট-মডার্ন পাঠক তার গল্প থেকে সে স্বাদও নিতে পারবে বলে মনে হয়েছে। গল্প পাঠান্তে অনেকের হয়তো মনে হতে পারে, গল্পটা আমারই; গল্পের সিনথিয়া, অরিণ, নিবিড় কিংবা শবনম মূলত আমিই।…

Title : সুবর্ণপুরাণে এখন নিগুঢ় অন্ধকার
Author : নাহার আলম
Publisher : অনুপ্রাণন প্রকাশন
ISBN : 9789849795988
Edition : 1st Published, 2024
Country : Bangladesh
Language : Bengali

নাহার আলম ম্যানেজমেন্টে মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংসারজীবন শুরুর আগে বেশ কিছুকাল (অর্থলগ্নি প্রতিষ্ঠান) ব্যাংকিং পেশায় যুক্ত ছিলেন নিজ জেলা জামালপুরে। তার জন্ম ২৬ মার্চ। প্রথম কাব্য চমন প্রকাশনা থেকে ‘কারুদহন অতঃপর ঝিনুকশ্বাস’, একুশে গ্রন্থমেলা ২০১৮, ঢাকা। দ্বিতীয় কাব্য ‘অপহৃত গোধূলির আর্তি’ ২০১৯ সালে কলকাতার ‘দর্পণ প্রকাশনা’ থেকে প্রকাশিত হয়। প্রথম গল্পগ্রন্থ ‘একটি লাল কাশবন’, বুনন প্রকাশনা, সিলেট, একুশে গ্রন্থমেলা ২০২২। কবিতা, ছোটোগল্প, সমালোচনা, প্রবন্ধ- তার লেখার মূল বিষয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা ‘বঙ্গীয় সাহিত্য দর্পণ’-এর বাংলাদেশ শাখার সহযোগী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। বর্তমানে, সাহিত্যের ছোটোকাগজ বুননের সহসম্পাদক এবং সাহিত্যের ছোটোকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’ ও অনলাইন পত্রিকা ‘শব্দকথা নিউজ-২৪ ডটকম’ এর সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন। দৈনিক কাগজ এবং দেশি-বিদেশি লিটলম্যাগ ও পত্রিকায় নিয়মিত লেখা ছাপা হয়। রাঙামাটির ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ এ লেখা প্রকাশিত হয়েছিল বেশ অনেকবার। এছাড়া বেশকিছু লিটল ম্যাগাজিনেও নিয়মিত লেখা প্রকাশিত হয়, হচ্ছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দৈনিক ‘সানডে এক্সপ্রেস’, সিঙ্গাপুরের একমাত্র বাংলা দৈনিক ‘বাংলার কণ্ঠ’ পত্রিকা এবং ভারতের শিলং, আসাম, রূপনারায়ণপুর, কলকাতা, গুজরাটের বেশকিছু লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে, হচ্ছে। ভারতের জাতীয় পত্রিকা ‘প্রসাদ’ এ লেখা প্রকাশিত হয়েছে। ফ্রান্স থেকে প্রকাশিত প্যারিস টাইমসেও লেখা প্রকাশিত হয়েছে, হচ্ছে। কলকাতার ‘মহাবঙ্গ সাহিত্য সংগঠন’ থেকে লেখার জন্যে প্রায় বেশ কয়েকবার সম্মাননা, পুরস্কার ও সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে। সম্প্রতি ২০২২ সালে ভারতের বর্ধমান জেলার রূপনারায়ণপুরের ‘লহমা সাহিত্য সম্মাননা’, পদক, সার্টিফিকেট প্রাপ্তি ঘটেছে। এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক ম্যাগাজিন (The space : edited by Uday Shankar Durjay) এ অনূদিত কবিতা ছাপা হয়েছে ২০২২ সালে। সম্প্রতি (২০২৩) UK থেকে প্রকাশিত POL (Portey Out Loud, Issue -5, Year-5: audited by Uday Shankar Durjay) এ অনূদিত ছোটোগল্প প্রকাশিত হয়েছে। তাছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত লেখা প্রকাশ হয়, হচ্ছে। ২০১১ সাল থেকেই মূলত লেখালেখির সাথে সরাসরিভাবে যুক্ত।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]